আধার কার্ডের একগুচ্ছ জরুরি নিয়ম, না মানলে হতে পারে কড়া শাস্তি

বর্তমান সময়ে আধার কার্ড সকলের কাছেই একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হয়ে উঠেছে। ব্যাঙ্কের কাজের জন্য হোক কিংবা মোবাইলের সিম তোলা বা সরকারি প্রকল্প সুবিধাগ্রহণের জন্য, প্রতিটি ক্ষেত্রেই আধার কার্ড ব্যবহার করে থাকি আমরা। স্কুল বা কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রেও আধার নম্বর লাগে। এককথায় প্রতিটি ভারতীয়ের জন্য আধার কার্ড থাকা অপরিহার্য। ইউআইডিএআই আধার কার্ড দিয়ে থাকে। ইউআইডিএআই কর্তৃপক্ষ আধার কার্ড নিয়ে বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে প্রতিটি নাগরিককে। এই নিয়মগুলি অনুসরণ না করলে কারাদণ্ড বা এমনকি জরিমানাও হতে পারে।

আধার কার্ডের জন্য আবেদন করার সময় ইউআইডিএআই-কে সঠিক তথ্য না দিলে, সেটি অপরাধ হিসেবে গণ্য করা হয়। এর ফলে তিন বছর পর্যন্ত জেল বা ১০০০০ টাকা জরিমানা হতে পারে। অতএব, আধার কার্ডের জন্য আবেদন করার সময় আপনার নথি এবং নির্ভুল তথ্য প্রদান করুন। অন্য কারও আধার কার্ডের তথ্য পরিবর্তন করা বা তাঁদের পরিচয় পরিবর্তন করাও বেআইনি। এটি করলে ৩ বছর পর্যন্ত জেল অথবা ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অতএব, অন্য কারও অনুমতি ছাড়া তাঁর আধারে কোনও পরিবর্তন করবেন না।

অনেকেই ইউআইডিএআই-এর অনুমোদন ছাড়াই আধার সম্পর্কিত সংস্থা খুলে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। এটি আইনবিরোধী। এর ফলে ৩ বছর পর্যন্ত জেল এবং ১০০০০ টাকা জরিমানা হতে পারে। যদি কোনও কোম্পানি এই অবৈধ কাজ করে, তবে তাদের ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অপরিচিত ব্যক্তিকে অন্য কারও ব্যক্তিগত তথ্য ফাঁস করা বা সরবরাহ করাও একটি অপরাধ। এই অপরাধের ফলে কারাদণ্ড এবং জরিমানাও হতে পারে। যদি কেউ আধার কেন্দ্রে হ্যাক করে বা ডেটা চুরি করার চেষ্টা করে, তাহলে সেটিও একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। এর জন্য ১০ বছর পর্যন্ত জেল এবং ১০০০০ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।