লাফিয়ে বাড়ছে হলুদ ধাতুর বাজারদর। পশ্চিমবঙ্গ বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, মঙ্গলবারের তুলনায় বুধবার ১০ গ্রাম সোনার দাম বেড়েছে প্রায় আড়াই হাজার টাকা।
৭ অক্টোবর, মঙ্গলবার যেখানে ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম বিশুদ্ধ সোনার দাম ছিল ১ লক্ষ ১৯ হাজার ৯৫০ টাকা, সেখানে ৮ অক্টোবর, বুধবার বাজার বন্ধকালীন সময়ে ঘোষিত তালিকা অনুযায়ী, সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার ৪৫০ টাকায়। একইভাবে ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার খুচরো দামও ১ লক্ষ ২০ হাজার ৫৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৫০ টাকা।
আবার ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার দামও এদিন বৃদ্ধি পেয়েছে যথেষ্ট। গত ২৪ ঘন্টায় প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৭ হাজার টাকা, যা আগের দিনে ছিল ১ লক্ষ ১৪ হাজার ৬০০ টাকা। অর্থাৎ মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে প্রতি দশ গ্রামে ২ হাজার ৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে।
একইভাবে রুপোর ক্ষেত্রেও দাম সামান্য উর্ধগতি লক্ষ্য করা গিয়েছে। প্রতি কেজি বিশুদ্ধ রুপোর দাম কিলোগ্রাম প্রতি ১ লক্ষ ৫০ হাজার ১৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৮০০ টাকা। একইভাবে রুপোর খুচরো মূল্যও বেড়েছে। আগের দিন প্রতি কেজি খুচরো রুপোর মূল্য ছিল ১ লক্ষ ৫৩ হাজার ৯০০ টাকা, যা আগের দিনে ছিল ১ লক্ষ ৫০ হাজার ২৫০ টাকা।
পশ্চিমবঙ্গ বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার সামান্য পতনের প্রভাবেই কলকাতায় সোনারূপার বাজারে এই উত্থান। এছাড়া উৎসবের মরশুমে সোনার চাহিদা বাড়ায় দাম আরও কিছুটা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।