ইউরোপে বাণিজ্যের দরজা খুলল ফ্রেশারা অ্যাগ্রো এক্সপোর্টস লিমিটেড

প্রতিনিধিত্বমূলক চিত্র

আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ফ্রেশারা অ্যাগ্রো এক্সপোর্টস লিমিটেড। ইউরোপের স্পেনে একাধিক প্রযুক্তিগত অধিগ্রহণের মাধ্যমে সংস্থাটি ইউরোপীয় বাজারে সরাসরি প্রবেশের সুযোগ তৈরি করল। এই উদ্যোগের ফলে সংস্থার আন্তর্জাতিক উপস্থিতি যেমন বিস্তৃত হল, তেমনই কৃষিভিত্তিক রপ্তানি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে গেল বলে মনে করছে শিল্প মহল।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, স্পেনের এই অধিগ্রহণের মূল লক্ষ্য ইউরোপের কৃষিপণ্য বাজারে দীর্ঘমেয়াদি ও স্থায়ী ভিত্তি গড়ে তোলা। প্রসঙ্গত, স্পেনকে ইউরোপীয় বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়। সেই কারণে এই দেশকে কেন্দ্র করে ভবিষ্যতে অন্যান্য ইউরোপীয় দেশেও রপ্তানি ও বিপণনের পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে ফ্রেশারা অ্যাগ্রো এক্সপোর্টস লিমিটেডের।

এই অধিগ্রহণের মাধ্যমে সংস্থা ইউরোপীয় মান ও নিয়ম অনুযায়ী কৃষিপণ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলতে পারবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ফল ও সবজি রপ্তানির ক্ষেত্রে স্পেনের পরিকাঠামো এবং বাজার সংযোগ ফ্রেশারা অ্যাগ্রো এক্সপোর্টস লিমিটেডের কাছে বড় সুবিধা এনে দিয়েছে।


সংস্থার শীর্ষ কর্তারা জানিয়েছেন, বিশ্ব বাজারে প্রতিযোগিতা বাড়লেও উপযুক্ত গুণমান সম্পন্ন পণ্য এবং নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থার মাধ্যমে নিজেদের আলাদা পরিচিতি গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। তাঁদের বক্তব্য, ‘ইউরোপীয় বাজারে সরাসরি উপস্থিতি আমাদের রপ্তানি ক্ষমতা বহুগুণ বাড়াবে এবং কৃষকদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক গ্রাহকদের কাছে আরও সহজে পৌঁছে দিতে সাহায্য করবে’।

বিশেষজ্ঞদের মতে, এই কৌশলগত অধিগ্রহণ ফ্রেশারা অ্যাগ্রো এক্সপোর্টস লিমিটেডকে শুধু ইউরোপেই নয়, বিশ্ব কৃষি বাণিজ্যের মানচিত্রে তাদের পরিচিতি আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে ভারতের কৃষিভিত্তিক রপ্তানির ক্ষেত্রেও এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে, স্পেনে এই অধিগ্রহণ ফ্রেশারা অ্যাগ্রো এক্সপোর্টস লিমিটেডের বিশ্বমুখী সম্প্রসারণ কৌশলের একটি বড় মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে। ভবিষ্যতে আরও নতুন বাজারে প্রবেশের মাধ্যমে সংস্থাটি আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রভাব আরও বাড়াবে বলেই আশা করা হচ্ছে।