ভারতের অন্যতম প্রধান কয়লা উৎপাদনকারী সংস্থা ইস্টার্ন কোলফিল্ডস্ লিমিটেডের গঠনমূলক পরিকাঠামোর উন্নয়ন নিয়ে কর্পোরেট স্তরের যৌথ পরামর্শদাতা কমিটি তথা জেসিসি-র সভা অনুষ্ঠিত হয়েছে স্যান্টোরিয়ার ইসিএল সদর দপ্তরের সংকল্প ভবনে। এই সভায় পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা, সংস্থার ভবিষ্যৎ সম্ভাবনা-সহ গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এক্ষেত্রে জেসিসি সদস্যদের মধ্যে বিভিন্ন সমস্যাগুলির সময়োপযোগী এবং কার্যকর সমাধান নিয়ে আলোচনা হয়।
ইসিএল-এর কার্যকরী আধিকারিকদের উপস্থিতিতে এই সভা হয়। সভাপতিত্ব করেন সতীশ ঝা, সিএমডি, ইসিএল। এছাড়াও উপস্থিত ছিলেন আনজার আলম ডিরেক্টর, (অর্থ), নিলাদ্রি রায়, ডিরেক্টর (টেকনিক্যাল/অপারেশনস্), গুঞ্জন কুমার সিনহা, ডিরেক্টর, (এইচআর) এবং গিরীশ গোপীনাথন নায়ার, ডিরেক্টর, (টেকনিক্যাল / পিঅ্যান্ডপি), ইসিএল। ইসিএল-এর সিএমডি সতীশ ঝা ইসিএল-এর পরিচালন দক্ষতা, এবং আর্থিক স্থায়িত্ব জোরদার করার ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা, এবং দায়িত্ব ভাগ করে নেওয়ার উপর জোর দিয়েছেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, বিভাগীয় প্রধান-ডব্লিউবিই, দিব্যজ্যোতি ঘোষ, বিভাগীয় প্রধান- রিক্রুটমেন্ট সেল-সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান এবং জেসিসি সদস্যরা। সভায় উপস্থিত জেসিসি সদস্যদের মধ্যে ছিলেন বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা।
এইচএমএস-এর এসকে পান্ডে, এবং প্রফুল্ল চ্যাটার্জী, জিকে শ্রীবাস্তব এবং সিআইটিউ-র গৌরাঙ্গ চ্যাটার্জী, এআইটিউসি-র গুরুদাস চক্রবর্তী, এবং অনিল সিং, এবিকেএমএস-এর বিনোদ কুমার সিং এবং মিলন ঘোষ, এবং আইএনটিটিইউসি-র হরেরাম সিং বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন।
কোল ইন্ডিয়া লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান ইস্টার্ন কোলফিল্ডস্ লিমিটেড। এর সদর দপ্তর পশ্চিমবঙ্গের স্যান্টোরিয়ায় অবস্থিত। ইসিএল পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কয়লা খনিগুলি পরিচালনা করে এবং কয়লা সরবরাহ করে থাকে।