দেশে ডিজিটাল নিরাপত্তা বাড়াতে কেন্দ্রের সঞ্চালিত প্ল্যাটফর্ম ‘সঞ্চার সাথী’ এবার এক নতুন নজির গড়ল। দূরসঞ্চার দপ্তর (ডট) জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসেই এই ডিজিটাল উদ্যোগের সাহায্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ হাজারেরও বেশি হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। এর সঙ্গে যুক্ত করে সার্বিক হিসাবে দেশে মোট ৭ লক্ষেরও বেশি মোবাইল ফোন উদ্ধার করা গিয়েছে।
ডটের দাবি, ক্রমাগত প্রযুক্তি উন্নয়ন এবং রাজ্যগুলির সক্রিয় সহযোগিতার ফলে উদ্ধার কাজে এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তাদের তথ্য অনুযায়ী, কর্ণাটক ও তেলেঙ্গানায় প্রতিটি রাজ্যে ১ লক্ষের বেশি ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। মহারাষ্ট্রে সেই সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। গত জুন থেকে অক্টোবরের পাঁচ মাসে মোবাইল উদ্ধারের হার বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। দপ্তরের ভাষায়, এখন প্রায় প্রতি মিনিটে একটি করে হারানো মোবাইল ফিরে আসছে প্রকৃত মালিকের কাছে।
ডট-এর বিবৃতিতে জানানো হয়েছে, ‘সঞ্চার সাথী’ প্ল্যাটফর্ম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং এতে রয়েছে স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থা ও রিয়েল-টাইম ডিভাইস ট্রেসিং-এর সুবিধা। কেউ যদি হারানো বা চুরি যাওয়া ফোনে নতুন সিম ব্যবহার করে, সঙ্গে সঙ্গে সেই তথ্য পৌঁছে যায় ফোনের মালিক এবং সংশ্লিষ্ট থানায়। এতে দ্রুত ব্যবস্থা নিতে পারছেন পুলিশ কর্মী ও ডটের কর্মীরা (এলএসএ)।
দপ্তর জানিয়েছে, পুলিশ, ডট–এর ডিজিটাল ইন্টেলিজেন্স ইউনিট (ডিআইইউ) এবং বিভিন্ন রাজ্যের সাইবার টিম যৌথভাবে কাজ করছে বলেই এত বড় সাফল্য এসেছে। নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি এবং রাজ্য ও কেন্দ্রের মিলিত তৎপরতাই এই কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।
ডট সেজন্য নাগরিকদের ‘সঞ্চার সাথী’ অ্যাপ ব্যবহার করতে আহ্বান জানিয়েছে। ওই অ্যাপের মাধ্যমে হারানো বা চুরি যাওয়া ফোন তাৎক্ষণিকভাবে ব্লক বা রিপোর্ট করা যাবে, নতুন বা পুরনো ফোন কেনার আগে তার গুণগত মান যাচাই করা যাবে, সন্দেহজনক কল বা মেসেজের অভিযোগ জানানো যাবে এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিশ্বস্ত যোগাযোগ তথ্য দেখা যাবে।
ডটের বক্তব্য, সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’ ভাবনার সঙ্গে তাল মিলিয়ে এই উদ্যোগ নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা ও সম্পদ রক্ষায় বড় ভূমিকা রাখছে। দপ্তরের মতে, ‘এই সাফল্য প্রমাণ করে যে, সতর্ক পুলিশ বাহিনী, উন্নত প্রযুক্তি এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ মিলে একটি নিরাপদ ডিজিটাল সমাজ গড়া সম্ভব।’