রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রধান ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) শুক্রবার চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে ২৬২ কোটি টাকার লাভের কথা জানিয়েছে, যা ২০০৭ সালের পর প্রথম মুনাফার মুখ দেখাল। বিএসএনএল এক বিবৃতিতে বলেছে, এই মাইলফলকটি উদ্ভাবন, আগ্রাসী নেটওয়ার্ক সম্প্রসারণ, ব্যয় অপ্টিমাইজেশন এবং গ্রাহক-কেন্দ্রিক পরিষেবার উন্নতির উপর কোম্পানির ফোকাসকে সঙ্গবদ্ধ করবে।
বিএসএনএল-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এ রবার্ট জে রবি বলেন, ‘আমরা আশা করছি, চলতি অর্থবছরের শেষ নাগাদ রাজস্ব বৃদ্ধির হার ২০% ছাড়িয়ে যাবে।’ গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় গতিশীলতা, এফটিটিএইচ এবং লিজড লাইন থেকে আয় যথাক্রমে ১৫ শতাংশ, ১৮ শতাংশ এবং ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
উপরন্তু, ‘বিএসএনএল সফলভাবে তার আর্থিক ব্যয় এবং সামগ্রিক ব্যয় হ্রাস করেছে, যার ফলে গত বছরের তুলনায় লোকসান ১,৮০০ কোটি টাকারও বেশি হ্রাস পেয়েছে’, তিনি উল্লেখ করেছেন। রবি বলেন, ‘স্পেকট্রাম বরাদ্দ এবং মূলধন সংযোজন-সহ কৌশলগত পুনরুজ্জীবনের উদ্যোগের মাধ্যমে, সরকারের সমর্থন আমাদের কার্যক্রম জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
তিনি বলেন, ‘বিএসএনএল সমস্ত মোবাইল গ্রাহকদের জন্য জাতীয় ওয়াইফাই রোমিং, বিআইটিভি-ফ্রি এন্টারটেইনমেন্ট এবং সমস্ত এফটিটিএইচ গ্রাহকদের জন্য আইএফটিভির মতো নতুন উদ্ভাবন চালু করেছে।’
রবি বলেন, ‘পরিষেবার গুণমান এবং পরিষেবা আশ্বাসের উপর ক্রমাগত ফোকাস, গ্রাহকদের বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে এবং ভারতে শীর্ষস্থানীয় টেলিকম পরিষেবা প্রদানকারী হিসাবে বিএসএনএল-এর অবস্থানকে আরও জোরদার করেছে। এই ২৬২ কোটি টাকার মুনাফা বিএসএনএল-এর পুনরুত্থান এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্বকে নির্দেশ করে। আমরা এই প্রবৃদ্ধির গতিপথ অব্যাহত রাখার সাথে সাথে, আমাদের শেয়ার হোল্ডারদের উচ্চতর মূল্য প্রদান, বাজারের সুযোগ সম্প্রসারণ এবং উদ্ভাবনকে চালিত করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।’
বিএসএনএল অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে গতিশীলতা পরিষেবার রাজস্ব ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, ফাইবার-টু-দ্য-হোম (এফটিটিএইচ) রাজস্ব ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং লিজড লাইন পরিষেবাগুলির রাজস্ব আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে।
বিএসএনএল একটি ত্বরান্বিত ৪জি রোলআউট এবং ফাইবার-অপটিক পরিকাঠামো আপগ্রেডের মাধ্যমে, আগ্রাসীভাবে তার নেটওয়ার্ক প্রসারিত করছে।
বিএসএনএল প্রধান আরও বলেন, ‘এটি শহর ও গ্রামাঞ্চলে সংযোগ জোরদার করেছে এবং নেটওয়ার্ক জুড়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট অ্যাক্সেসের জন্য জাতীয় ওয়াইফাই রোমিংয়ের সাথে গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল উদ্ভাবন চালু করেছে।’
এই আর্থিক পরিবর্তন ভারতের ডিজিটাল প্রবৃদ্ধিকে চালিত করার পাশাপাশি উচ্চমানের, সাশ্রয়ী মূল্যের টেলিকম পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিএসএনএল- কে তুলে ধরছে। সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটি পরিষেবা সরবরাহ বৃদ্ধি, গ্রাহক বেস সম্প্রসারণ এবং ডিজিটাল ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত দৃষ্টিভঙ্গিতে অবদান রাখতে নিবেদিত রয়েছে।