চা শ্রমিকের মজুরি বৃদ্ধির সুপারিশর সুপারিশ

চা শ্রমিকের মজুরি বৃদ্ধির সুপারিশ

নিজস্ব প্রতিনিধি- মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে থাকাকালীনই চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার সুপারিশ করল রাজ্য সরকার।

এই বছরের পয়লা জানিয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার আবেদন জানানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই মর্মে আগামী ১২ ফেব্রুয়ারি সমস্ত চা বাগানের শ্রমিকদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হতে চলেছে উত্তরকন্যায়।

এই বৈঠকে চা বাগানের শ্রমিকের প্রতিনিধি, মালিকপক্ষ এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক উপস্থিত থাকবেন। এতদিন পর্যন্ত চা বাগানের শ্রমিকরা দনপ্রতি ১৩২ টাকা ৫০ পয়সা দরে মজুরি পেত। সেই মজুরি ১৭ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১৫০ টাকা করার কথা বলা হয়েছে।


এর আগে ২০১৭ সালের পয়লা এপ্রিল থেকেই চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন কারনে সেই সিদ্ধান্ত পিছিয়ে যায়। বর্তমানে রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী চা বাগানের শ্রমিকদের মজুরি হচ্ছে দৈনিক ১৫০ টাকা।

কিন্তু চা বাগানের শ্রমিকরা এই বর্ধিত হারে মজুরি নিতে চাইছেন না। তাঁদের যুক্তি, দীর্ঘ চব্বিশ মাস ধরে রেশন পাচ্ছেন না তাঁরা। রেশনিং ব্যবস্থা তাঁদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মাসিক ছশো টাকা হারে রেশন দেওয়া হত তাঁদের। চা শ্রমিকেরা দাবী করছেন, দৈনিক মজুরি, রেশনিং সমস্যার সমাধান হোক তাদের।