সংবাদপত্র ছাপানােয় কার্বন কালির পরিবর্তে ভেষজ কালির ব্যবহার

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

সংবাদপত্র ও সাময়িক পত্রিকা প্রকাশের ক্ষেত্রে কার্বণ কালির ব্যবহারের ফলে ফেলে দেওয়া কাগজটি আর পুনরায় ব্যবহার যােগ্য করা যায় না। কারণ কার্বণ কালি ব্লিচিংয়ে দ্বারা পৃথক করা যায় না।

অথচ সারা বিশ্বে সংবাদপত্র ও সাময়িক পত্রিকা প্রকাশের জন্য যে কাগজ ব্যবহার করা হয় তার পরিমাণ কম নয়। আর সংবাদপত্র ও সাময়িক পত্রিকা একবার পড়া হয়ে গেলে তা আর কোনও কাজে আসে না তাই বিক্রি করে দেয় গ্রাহকরা।

ফলে এই বিপুল পরিমাণ কাগজ যদি পুনরায় ব্লিচিংয়ের সাহায্যে সাদা করে কাগজ তৈরি কলের মাধ্যমে আবার কাগজ তৈরি করা যায় তবে তা ব্যবহারের উপযােগী করা যায়। তবে সংবাদপত্র বা সাময়িক পত্রিকাকে পড়ার পর বাতিল বর্জ্য বলে গণ্য করা অনুচিত বলে মনে করেন অধিকাংশ মানুষ।


কারণ সংবাদপত্র দ্রব্যের মােড়ক ও বহনের উপযােগী এবং তার অনেক অংশই মানুষ প্রয়ােজন অনুযায়ী সংরক্ষণ করে ভবিষ্যতের উল্লেখনীয় তথ্য হিসেবে ব্যবহারের জন্য। কিন্তু অধিকাংশ পরিমাণই যদি বার বার কাগজ কলের মাধ্যমে পুনরায় ব্যবহার যােগ্য কাগজ হিসেবে নেওয়া যায় সেটাই হবে বাস্তবিক কাগজের অপচয় প্রতিরােধ।