বােম্বেতে প্রবল বর্ষণ

প্রবল বর্ষণের ফলে বৃহস্পতিবার ৫ অক্টোবর ১৯১৭ বােম্বের নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে। বােম্বের নালবাজার, গ্র্যান্ট রােড লালবাগ গিরগাঁও এবং তারদেও অঞ্চলে হাঁটু জল দাঁড়িয়ে যায়।

ফলে যানবাহন চলাচল থমকে যায়। মানুষকে কোনওক্রমে সাবধানে জলের মধ্যে দিয়েই গন্তব্যের দিকে যেতে দেখা যায়।

অতিরিক্ত বর্ষণের ফলে ফোর্টে হঠাৎই একটি চারতলা বাড়ি ভেঙে পড়ে। কিন্তু সৌভাগ্যবশত বাড়িটিতে সে সময় কোনও বাসিন্দা না থাকার ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।


শুক্রবার ৬ অক্টোবর সকালে ছয় ইঞ্চি বৃষ্টিপাত হয়ে বন্ধ হয় বলে আবহাওয়া দফতর থেকে জানানাে হয়েছে।