সংকট মুক্ত নন তরুণ মজুমদার

স্থিতিশীল হলেও সংকট মুক্ত নন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। খাদ্য নালীর সমস্যায় খেতে পারছেন না তিনি। তাই রাইস টিউব দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে তাঁকে।

শরীরে অক্সিজেন সরবরাহে যাতে কোনও সমস্যা না হয় তাই গলায় নল পরানো হয়েছে। বর্তমানে এসএসকেএমের সিসিইউতে ভর্তি তিনি। তাঁর চিকিৎসার জন্য বুধবার ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

চিকিৎসক সোমনাথ কুণ্ডু, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, নেফ্রলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ও নিউরো মেডিসিনের চিকিৎসক বিমান রায় রয়েছেন সেই বোর্ডে।


৯২ বছরের তরুণবাবুর বয়স এবং সংক্রমণের সম্ভাবনার দিকটিই এখন চিন্তার বিষয়।

গত ২২ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন তরুণ মজুমদার। গত সপ্তাহে মূলত কিডনির সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হন তিনি।

বর্ষীয়ান পরিচালকের ফুসফুসে সংক্রমণ ছিল , হৃদযন্ত্র বিকল হওয়ার মত পরিস্থিতিও তৈরি হয় । সেপটিসেমিয়াও ধরা পড়েছে ।