ন্যানােনাইফ মাস্ক বানালাে আইআইটি

প্রতিকি ছবি (Photo: IANS)

মাস্কের পর্দাই হয়ে উঠবে অস্ত্র। ফেস মাস্ক নয় যেন ধারালাে ছুরি। আলাে পড়লেই ঝিলিক দেবে। করােনা ভাইরাসের স্পাইক প্রােটিন ভেঙে গুড়িয়ে দেবে। ন্যানাে প্রযুক্তিতে তৈরি নতুন ধরনের এই ফেস মাস্ক তৈরি করেছেন (মান্ডির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনােলজি আইআইটি) বিজ্ঞানীরা।

নাইফ মানে ছুরি। মাস্কের উপরে এমন রাসায়নিক স্তর বিছিয়ে দিয়েছেন গবেষকরা যা ছুরির মতাে কাজ করবে। হাওয়ায় ভেসে আসা জীবানু নষ্ট করবে। শুধু মাস্ক নয় পিপিই তৈরিতেও এমন ব্যবহার গবেষকরা। এতদিন করােনা ঠেকাতে নানাভাবে ফেস মাস্ক তৈরি করা হয়েছে।

কোথাও আয়ুর্বেদিক উপাদান দিয়ে কোথাও বা ফিল্টার বসিয়ে। ন্যানাে প্রযুক্তিতে মাস্ক তৈরি এই প্রথম। আমেরিকান কেমিকেল সােসাইটির জনপ্রিয় সায়েন্স জার্নাল ‘অ্যাপ্লায়েড মেটিরিয়ালস অ্যান্ড ইন্টারফেসেস’ এই গবেষণার খবর সামনে এনেছে উপাদান।