জয়েন্ট পরীক্ষা স্থগিত

প্রতিকি ছবি (File Photo: iStock)

২০২০-র পুনরাবৃত্তি। করােনার দ্বিতীয় ঢেউ এতটা মারাত্মক যে পিছিয়ে গেল। সর্বভারতীয় পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স (মেইন)। এপ্রিলের শেষে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টি এজেন্সি।

পরে কবে পরীক্ষা নেওয়া হবে সেই সিদ্ধান্ত সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার অন্তত ১৫ দিন আগে বিজ্ঞপ্তি জারি করে সময়সূচি জানানাে হবে বলে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানাে হয়েছে।

২০২০ সালে এই ধরনের পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল সর্বভারতীয় পরীক্ষার আবেদনকারীদের। ২০২১ এর প্রথম দিকে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ফেব্রুয়ারি ও মার্চ মাসে জয়েন্ট এন্ট্রান্স ও নিট নেওয়া হয়।