বর্ষা এবার সঠিক সময়েই

প্রতীকী ছবি (Photo: IANS)

রাজ্যে নির্দিষ্ট সময়েই বর্ষা ঢুকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মৌসম বিভাগ জানিয়েছে, সােমবারই দক্ষিণ ভারতের উপকূলে মৌসুমীবায়ুর ঢোকার কথা। ররিবার ইন্ডিয়ান মেটিওরােলােজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)-এর তরফ থেকে জানান হয়েছে, এই সময় সমস্ত পরিস্থিতি মৌসুমি বায়ু ঢােকার পক্ষে অনুকূল।

তার প্রভাবেই সােমবার কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। ভারতে সাধারণত ১ লা জুন বর্ষা প্রবেশ করে। পরে ৮ জুন নাগাদ তা বাংলাতে পৌছায়। মৌসম ভবনের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই বছর স্বাভাবিক সময় বর্ষা ঢােকার জন্য বর্ষার স্থায়িত্বও স্বাভাবিক হবে। ভারত কৃষি প্রধান দেশ। আর মৌসুমী বায়ুর উপরেই দেশের কৃষিকাজের অনেকটাই নির্ভর করে। মৌসম ভবনের পূর্বাভাস এবার বৃষ্টিও স্বাভাবিক হবে।