Home স্পোর্টস আজলান শাহ হকিতে অধিনায়ক সর্দার সিং

আজলান শাহ হকিতে অধিনায়ক সর্দার সিং

107
0
SHARE
আজলান শাহ হকিতে অধিনায়ক সর্দার সিং

প্রতিষ্ঠিত হাফব্যাক সর্দার সিং আবার আন্তর্জাতিক হকিতে ফিরে এসেই ২৭তম সুলতান আজলান শাহ হকিতে ভারতের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হলেন। ৩ মার্চ মালয়েশিয়ার ইপোতে টুর্নামেন্ট শুরু হবে।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থাকা ভারত ছাড়াও বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়া ও দু নম্বর দল আর্জেন্তিনা রয়েছে। আরও আছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং উদ্যোক্তা মালয়েশিয়া। ফাইনাল হবে ১০ মার্চ।

সর্দার সিং ভারতীয় দলে এদং দলের বাইরে থেকেছেন সাম্প্রতিক কালে কারণ ভারতের ছেলেদের হকি দলের ম্যানেজমেন্ট তরুণদের সুযোগ দেওয়ার নীতি নিয়েছে যাতে এবছর হকিতে ভারতের ব্যস্ত ক্যালেন্ডারের জন্য সঠিক কম্বিনেশন গড়ে তোলা যায়।

সর্দার সিং মাত্র দু সপ্তাহ আগে টোকিও অলম্পিকে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সর্দার ভারতের হকি দলের কোর গ্রুপের একজন নেতা এবং মনপ্রীত সিংয়ের অনুপস্থিতিতে তাকেই অধিনায়ক বাছা হয়েছে।

অভিজ্ঞ খেলোয়াড় হলেও আগের দুটি টুর্নামেন্টে খেলেননি সর্দার। তাই এই সুযোগে তিনি নিজের স্কিল দেখানোর সুযোগ পাবেন। রমনদীপ সিংকে ভারতের সহ অধিনায়ক করা হয়েছে।

নতুন মুখ হলেন মনদীপ মোর, সুমিত কুমার এবং শিলানন্দ লাকরা। মনদীপ এবং লাকরা কে জুনিয়র দলের কোর গ্রুপ থেকে নেওয়া হয়েছে।