৪৫ দিনে ২০ পাক সেনাকে খতম করেছে বাহিনী

Written by SNS February 17, 2018 6:24 am

ফের উরিতে গোলা পাকসেনার, পাল্টা জবাব বিএসএফের

শ্রীনগর- নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায়পালটা আক্রমণের রণনীতি নিয়ে গত জানিয়ারি থেকে ২০ জন পাকিস্তানি সেনাকে খতম করেছে ভারতীয় জওয়ানেরা।

আহত হয়েছে আরও কিছু পাকিস্তানি সেনা। সেনা সূত্রের দাবি, নিয়ন্ত্রণ রেখা বরাবর কম্যান্ডিং অফিসারদের পালটা হামলা চালানোর স্বাধীনতা দিয়েছে সেনাবাহিনী।

এই নীতিই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। একই সঙ্গে পাকিস্তানি সীমা পার করে আসা জঙ্গি সংগঠনগুলিও বারবার ধাক্কা খেয়েছে ভারতীয় সেনাবাহিনীর কাছে।

সেনার একটি সূত্র জানিয়েছে, হালকা বন্দুক, ভারী মর্টার ও মিসাইল ব্যবহার করে গত ৪-৫ মাসে ধ্বংস করা হয়েছে বহু পাকিস্তানি সেনা পোস্ট।

সাম্প্রতিককালে কংগ্রেস সহ বিরোধীরা বারবার অভিযোগ করেছে, পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদি সরকার। তখনই পালটা আক্রমণের পথা নেমেছে মোদি সরকারের রাজনীতি।

সাম্প্রতিক সঞ্জুয়ানে ৬ সেনার শহীদ হওয়া এবং এক অসামরিক ব্যাক্তির মৃত্যু ঘটায় পরিস্থিতি আরও উত্তপ হয়েছে। ভারতের সেনা ও সীমান্ত রক্ষী বাহিনীর দাবি চলতি বছরে ২৮০ বারেরও বেশি সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করেছে ভারতীয় সেনা বাহিনী।