দুর্ঘটনার কবলে খাদ্যমন্ত্রীর পাইলট কার

Written by SNS February 19, 2018 7:40 am

দুর্ঘটনার কবলে খাদ্যমন্ত্রীর পাইলট কার

বিধাননগর- রবিবার সকালে ভিআইপি রোডের লেকটাউন অঞ্চলে দুর্ঘটনার কবলে পড়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়। তারপরেই অটো নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন খাদ্যমন্ত্রী।

প্রসঙ্গত, এদিন ভিআইপি রোড ধরে উল্টোডাঙ্গা হয়ে সল্টলেকের দিকে যাওয়ার সময় সোলাঘাটের কাছে একটি অটোকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পাইলট কার। এতে চালক সহ চারজন আহত হয়েছেন।

তাদের লেকটাউনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অল্পের জন্য রক্ষা পান খাদ্যমন্ত্রী। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে উপস্থিত হন লেকটাউন ট্রাফিক গার্ডের আধিকারিকরা। খবর দেওয়া হয় লেকটাউন থানাতেও।

প্রকাশ হঠাৎি সামনে আসা অটোটিকে বাঁচাতে গিয়ে ব্রেক কষার ফলে পাইলট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। পাইলট কারের চালক সহ চারজন আহত হন।

দুর্ঘটনার পর খাদ্যমন্ত্রী নিজেই সমস্ত বিষয়টির তদারকি করেন রাস্তায় নেমে। তারপর মধ্যগ্রামে দলীয় কার্যালয়ে গিয়ে অটো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অটো নিয়ে পরিবহনমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান।