ত্রুটিপূর্ণ ফল, নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে পড়ুয়ারা

Written by SNS February 23, 2018 7:53 am

ত্রুটিপূর্ণ ফল, নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে পড়ুয়ারা

অসংগতি ও চূড়ান্ত ত্রুটিপূর্ণ রেজাল্ট বের করেছে আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়। প্রায় ৩০০০ পড়ুয়াদের রেজাল্ট ইন্টারনেটে ‘নট ফাউন্ড’ দেখাচ্ছে।

অন্যদিকে তারা যখন হাতে রেজাল্ট পাচ্ছে, তখন দেখাচ্ছে প্রতি বিষয়েই নম্বর ১০-এর নিচে। অথচ এর আগের পরীক্ষায় তারা ৬০ শতাংশ নম্বর পেয়েছে। এই অসংগতি ও ত্রুটিপূর্ণ রেজাল্টের জন্য প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ে বড়সড় আন্দোলনে নামল ছাত্রছাত্রীরা।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রীরা। ঘটনাত জেরে অনেক ছাত্রছাত্রী ও শিক্ষক ঢুকতে পারেননি বিশ্ববিদ্যালয়ে। অবিলম্বে ত্রুটিহীন রেজাল্ট বের না হলে আগামী দিনে উপাচার্যকে ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়।