জানিয়ে দিল আধার কর্তৃপক্ষ, আধার কার্ড না থাকলেও দিতে হবে জরুরী পরিষেবা

Written by SNS February 12, 2018 12:42 pm

ভোটে আধার, সুপ্রিম কোর্টে শুনানি মার্চে

দিল্লি- আধার কার্ড না থাকার জন্য অত্যাবশ্যকীয় পরিষেবা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। আজ স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছেন আধার প্রস্তুতকারক সংস্থা ইউনিক আইডেনটিফিকাশান অথরিটি অব ইন্ডিয়া।

চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্র, হাসপাতালে ভর্তি, স্কুলে ভর্তি অথবা রেশন সামগ্রী তোলার ক্ষেত্র অত্যাবশ্যকীয় পরিষেবার মধ্যে পড়ে বলে উল্লেখ করা হয়েছে।

ইউআইডিএআই এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, প্রযুক্তির সাহায্য নিয়ে জনগণকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা রাখার জন্য আধারের ব্যবহার করা হয়। এর অপব্যবহার কোনওমতেই হতে দেওয়া উচিত নয়।

একই সঙ্গে কোনও পরিষেবা না দেওয়ার জন্য আধার না থাকাটাকে যেন অজুহাত হিসেবে খাড়া করা না হয়। যদি কারোর কাছে আধার না থাকে, অথবা কোনও কারণে তিনি আধার অনলাইন ভেরিফিকাশনে ব্যর্থ হন, তবে তাঁকে ২০১৬ সালের আইনের সাত নম্বর ধারা অনুযায়ী পরিষেবা দিতে বাধ্য থাকবে সরকার।