এবার শীর্ষ আদালতে থাবা বসাল করােনা, চলবে ভার্চুয়াল শুনানি

এবার দেশের শীর্ষ আদালতে থাবা বসাল করােনা। জানা গিয়েছে সুপ্রিম কোর্টের প্রায় পঞ্চাশ শতাংশ কর্মীর শরীরে বাসা বেধেছে মারণ ভাইরাস।

Written by SNS Delhi | April 13, 2021 12:37 pm

সুপ্রীম কোর্ট (File Photo: AFP)

এবার দেশের শীর্ষ আদালতে থাবা বসাল করােনা। জানা গিয়েছে সুপ্রিম কোর্টের প্রায় পঞ্চাশ শতাংশ কর্মীর শরীরে বাসা বেধেছে মারণ ভাইরাস। তাই এবার থেকে ভার্চুয়াল মাধ্যমেই চলবে বিচার প্রক্রিয়া। আদালতের বেশির ভাগ কর্মী করােনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে।

সূত্রের খবর, আপাতত বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত মামলার শুনানি চালানাের সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতিরা। ইতিমধ্যে আদালত চত্বর ও বিভিন্ন ঘরে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

এছাড়াও নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর থেকেই সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের মামলাগুলির শুনানি হবে। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দৈনিক করােনা আক্রান্তের সংখ্যায় ফের লাফ।

একদিনে দেশে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৯১২ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৯০৪ জনের। দেশজুড়ে টিকার উৎসবের সূচনা হয়েছে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি করােনা রুখতে টিকাকরণের ওপর জোর দেওয়ার কথা বলেছিলেন।

গতকাল থেকেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে মােদি ঘােষিত টিকা উৎসব। রবিবার প্রধানমন্ত্রী বলেন, আজ অর্থাৎ ১১ এপ্রিল জ্যোতিবা ফুলে জয়ন্তী থেকেই দেশে টিকা উৎসব শুরু হল। বাবা সাহেব আম্বেদকর জয়ন্তী (১৪ এপ্রিল) পর্যন্ত চলবে এই উৎসব।

করােনার বিরুদ্ধে এটি আমাদের দ্বিতীয় যুদ্ধ। তবে ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখুন। সমাজকে পরিচ্ছন্ন রাখুন।