সংক্রমণ রুখতে রাজ্যের নির্দেশিকা

সরকারি ও বেসরকারি হাসপাতাল বাড়ির বাইরে বেরােলে গণপরিবহণ সহ সবক্ষেত্রে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।

Written by SNS Kolkata | April 19, 2021 3:43 pm

প্রতিকি ছবি (Photo by Indranil MUKHERJEE / AFP)

  • সরকারি ও বেসরকারি হাসপাতাল বাড়ির বাইরে বেরােলে গণপরিবহণ সহ সবক্ষেত্রে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।
  • দোকান-বাজার, কারখানা এবং বাণিজ্যিক দফতরগুলিতে গ্রাহক কর্মচারীদের ভিড় যেন না জমে।
  • চেম্বার অব কমার্স-ট্রেড অ্যাসােসিয়েশনের সহযােগিতায় যেভাবে বাজারগুলি জীবাণুমুক্তকরণ হয়েছিল গতবারে, এবারও তা করতে হবে।
  • শিল্প-কলকারখানা এবং সমস্ত বাণিজ্যিক ভবনগুলি সপ্তাহে একবার সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করতে হবে।
  • সরকারি দফতরগুলিতে পর্যায়ক্রমে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে বেসরকারি সংস্থাগুলির কর্মীদের বাড়ি থেকে কাজ করানাের ব্যবস্থা করতে হবে।
  • যতদূর সম্ভব একদিন ছাড়া ছাড়া বা সময় ধরে শিফট ভাগ করে বাড়ি থেকে কাজ করাতে হবে।
  • যারা অফিসে বসে কাজ করবেন, তাদের মধ্যে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরা বাধ্যতামূলক।
  • দোকান ও বাজারের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক।
  • স্টেডিয়ামে এবং সুইমিং পুলগুলিতে আগের মতাে নির্দেশ মেনে সতর্কতার সঙ্গে চলতে হবে।
  • শপিং মল, মাল্টিপ্লেক্স, থিয়েটার, রেস্তোরাঁর মতাে জায়গায় প্রবেশের ক্ষেত্রে এবং বাইরের পথে গ্রাহকদের থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজ করা বাধ্যতামূলক।
  • বিধি মেনে না চললে বা অসতর্ক হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।