রাজ্যে সেস কমলেও ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

দু’দিন বিরতির পর দেশ জুড়ে ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। মঙ্গলবার দেশের প্রতিটি রাজ্যে ৩৫ পয়সা করে বাড়ল দুই জ্বালানির দাম।

Written by SNS Kolkata | February 24, 2021 10:15 am

প্রতীকী ছবি (Photo: iStock)

দু’দিন বিরতির পর দেশ জুড়ে ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। মঙ্গলবার দেশের প্রতিটি রাজ্যে ৩৫ পয়সা করে বাড়ল দুই জ্বালানির দাম। প্রসঙ্গত, জ্বালানির এই আকাশছোঁয়া দাম থেকে সাধারণ মানুষকে অব্যাহতি দিতে, মঙ্গলবার থেকে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলে ১ টাকা সেস কমিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

কিন্তু নতুন করে দাম বাড়ায় আপাতত রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষ। ডিজেলের মূল্যবৃদ্ধি ও অব্যাহত দেশে। দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮১.৩২ টাকা। মুম্বইয়ে প্রতি লিটার ডিজেলের দাম পড়ছে ৮৮,৪৪ টাকা। কলকাতায় ৮-৪,২০ টাকা প্রতি লিটারে ডিজেল বিক্রি হচ্ছে। চেন্নাইয়ে প্রতি লিটার ডিজেলের দাম ৮৬.৩১ টাকা।

উল্লেখ্য, এ দিনই আন্তর্জাতিক বাজারে অপরিশােধিত তেলের দাম গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ উঠেছে। তারপরেই দেশে পেট্রল-ডিজেলের দাম আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে, তাতে গাড়ি এবং মােটরবাইক চাপার সাহস পাচ্ছেন না সাধারণ মানুষ।