পুজোর আগেই টেটের ফল, জানাল পর্ষদ

পুজোর আগেই টেট পরীক্ষার ফলপ্রকাশ হবে জানালাে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।সামনের সপ্তাহে পর্ষদের ওয়েবসাইটে কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট প্রকাশ করা হবে।

Written by SNS Kolkata | June 30, 2021 3:14 pm

প্রতীকী ছবি (File Photo: IANS)

পুজোর আগেই টেট পরীক্ষার ফলপ্রকাশ হবে বলে জানালাে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বলা হয়েছে, সামনের সপ্তাহের মঙ্গলবারই পর্ষদের ওয়েবসাইটে কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়া হবে। সেই মতাে শুরু হবে মেধার ভিত্তিতে নিয়ােগ প্রক্রিয়া।

পুজোর আগেই চুড়ান্ত ফলপ্রকাশ হয়ে যাবে, তবে তার আগে পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করে দেবে পর্ষদ। পর্ষদের তরফে আরও জানানাে হয়, পর্ষদের ওয়েবসাইটে এবং সংবাদমাধ্যমে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তার উপর ভরসা রাখা উচিত কর্মপ্রার্থীদের।

যােগ্যতা অনুযায়ী, মেধার ভিত্তিতে উত্তীর্ণ সকলেই নিয়ােগপত্র হাতে পাবেন। পুজোর আগে প্রাথমিক ও উচচ প্রাথমিক মিলিয়ে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়ােগ করা হবে বলে গত সপ্তাহের শুরুতেই ঘােষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই মতাে মতােই, অতিমারি পরিস্থিতির দিকে নজর রেখে, রাজ্যের সহযােগিতায় পুজোর আগে নিয়ােগ সেরে ফেলা হবে বলে মঙ্গলবার ঘােষণা করল পর্ষদ।