নেইমারের মাসিক বেতন তিন মিলিয়ন ইউরোর বেশি

Written by SNS February 7, 2018 9:51 am

নেইমারের মাসিক বেতন তিন মিলিয়ন ইউরোর বেশি

প্যারিস- প্যারিস সেন্ট জারমেন দল ফরাসি লিগে সর্বোচ্চ ১৩টি মাসিক বেতনের মধ্যে বারোটিই দিয়ে থাকে। নেইমার প্রতি মাসে বেতন হিসেবে ৩.০৭ মিলিয়ন ইউরো পান।

পরবর্তী সর্বোচ্চ বেতনভোগীর থেকে এটা দু গুণেরও বেশি। নেইমার ছাড়া সেন্ট জারমেনের খেলোয়াড়রা পরবর্তী সাতটি জায়গা দখল করে আছে। উরুগুয়ের এডিনসন কাভানি ১.৪৪ মিলিয়ন ইউরো, ফ্রান্সের কিশোর কাইলিয়ান ম্যাপে ১.৫ মিলিয়ন ইউরো, ব্রাজিলের ডিফেন্ডার থিয়েগো সিলভা ১.৩৩ মিলিয়ন ইউরো পান।

আর্জেন্তিনের মিড-ফিল্ডার অ্যাঞ্চেল ডি মারিয়া ও ব্রাজিলের ডিফেন্ডার মারকুইনহোস দুজনেই ১.১২ মিলিয়ন ইউরো, ইতালির মিড ফিল্ডার থিয়েগো মোটা ৮৭০০০ ইউরো এবং আর্জেন্তিনার জেভিয়ার পাসতোরে ৭৭০০০০ ইউরো মাসিক বেতন পান।