আগুয়েরোর হ্যাটট্রিক

Written by SNS February 12, 2018 9:49 am

আগুয়েরোর হ্যাটট্রিক

ম্যাঞ্চেস্টার- সারজিও আগুয়েরো দ্বিতীয়ার্দ্ধে একাই চারটি গোল করায় এবং ম্যাঞ্চেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেতাব জয় করার পথে লিসেস্টারকে ৫-১ গোলে হারানোর পর পেপ গুয়ারদিওয়ালা আগুয়েরোকে একজন প্রবাদ প্রতিম ফুটবলার বলে অভিষিক্ত করলেন।

রহিম স্টারলিংয়ের গোলে সিটি এক গোলে এগিয়ে যাবার পর জেমি ভারদি লিসেস্টারের পক্ষে গোলটি শোধ করেছিলেন।

কিন্তু দ্বিতীয়ার্দ্ধে আগুয়েরো একাই চারটি গোল করে শুধু হ্যাটট্রিক করা নয়, ম্যাঞ্চেস্টার সিটিকে ১৬ পয়েন্টের ব্যবধান গড়ে লিগ শীর্ষে তুলে দিলেন। সিটির শেষ সাতটি হোম ম্যাচে আগুয়েরো ১৪টি গোল করেছেন।

কেভন ডি ব্রুয়েনের একটি ঘূর্ণী ক্রস সেন্টার থেকে পেনাল্টি বক্সের মধ্যে উড়ে এলে রহিম স্টারলিং তা গোলে পাঠিয়ে মরশুমে তাঁর কুড়িতম গোলটি পান।

তবে বিরতির আগে জিম ভারদি স্প্রিন্ট টেনে সিটির বক্সের মধ্যে ঢুকে পড়েন এবং লিসেস্টারের পক্ষে গোলটি শোধ করে দেন। দ্বিতীয়ার্ধে শুধুই সারজিও আগুয়েরো ছাড়া আর কেউ নেই।

আগুয়েরো চারটি গোল পেলেও একবার তাঁর শর্ট ক্রস বারের নিচের দিকে লেগে ফিরে আসে। তবে আগুয়েরোর গোলগুলির ক্ষেত্রে বড়বদান নেন রহিম স্টারলিং এবং কেভিন ডি ব্রুয়েনের। দুটি উইং ধরে তাদের তুলে নিয়ে যাওয়া বল আগুয়েরোর গোলের রাস্তা পাওয়া সহজ করে দিয়েছিল।