মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান, মৃত ৭১

Written by SNS February 12, 2018 6:11 am

মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান, মৃত ৭১

মস্কো- ডোমোদেদোভা বিমানবন্দর থেকে উড়ান নেওয়ার কিছুক্ষণ পরেই মস্কো শহরের অদূরে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান।

সারাতোভ এয়ারলাইন্সের অ্যান্তোনোভ এএন-১৪৮ বিমানটি ৬৫ জন যাত্রী নিয়ে ওরস্ক শহরে যাচ্ছিল। হঠাৎই মাঝ আকাশে ভেঙে পড়ে। বিমানিটিতে ছয়জন ক্রু মেম্বার ছিলেন।

রামানেস্কি জেলার আরগুনোভা গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা হঠাৎ দেখতে পান জলন্ত বিমান হুড়মুড়িয়ে নেমে আসছে। রাশিয়ার আপৎকালীন পরিষেবার তরফে জানানো হয়েছে, বিমানের মধ্যে ৭১ জনের বেঁচে থাকার কোনও সম্ভাবনাই নেই।

বিমানের ভাঙ্গা অংশগুলি দুর্ঘটনাস্থলে ছড়িয়ে রয়েছে। জানা যাচ্ছে, রাশিয়ায় তৈরি এই বিমানটি সাত বছরের পুরনো। সারাতোভ এয়ারলাইন্স অন্য একটি রাশিয়ান বিমান সংস্থার থেকে একবছর আগে বিমানটি কিনাছিল।

সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে আপৎকালীন পৌঁছতে ব্যর্থ হওয়ায় তাদের হেঁটে যেতে হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মস্কোর দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর ডোমোদেদোভা থেকে বিমানটি উড়ান নেওয়ার দুমিনিটের মধ্যে রেডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

রাশিয়ার পরিবহণ মন্ত্রী দুর্ঘটনাস্থলে পৌঁছে জানান, দুর্ঘটনার নেপথ্যে খারাপ আবহাওয়া ও পাইলটের ভুলও থাকতে পারে।