Tag: নেড়াপুকুর

বনগাঁয় উঁচু বাতি স্তম্ভের দাবিতে পথ অবরোধ

বসিরহাট- সোমবার দুপুরে বনগাঁয় উঁচুবাতি স্তম্ভের দাবিতে বাসিন্দারা পথ অবরোধ করে। বেলা ১২টা নাগাদ প্লাকার্ড নিয়ে বাসিন্দারা পথ অবরোধ করে প্রায় ১ঘন্টা ধরে। এর ফলে নেড়াপুকুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানায়, নেড়াপুকুর এলাকা রাতে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, এতে স্থানীয়রা অনেকদিন ধরেই নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এই জন্যই তারা উঁচু বাতিস্তম্ভের দাবিতে …