Tag: গোর্খা জনমক্তি মোর্চা

পাহাড়বাসীকে সতর্ক করলেন বিমলগুরুং

পাহাড়ে হারিয়ে যাওয়া গোর্খা জনমক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংয়ের একটি অডিও বার্তা ব্ররহস্পতিবার ফের পাহাড়ে ছড়িয়ে পড়েছে। সেই অডিও বার্তায় গুরুং বলেছেন, শুক্রবারই সুপ্রিমকোর্টে তাঁর মামলার শুনানি শেষ হতে পারে। এক দুদিনের মধ্যে চূড়ান্ত রায় হতে পারে। ফলে পাহাড়বাসীকে আবার তৈরি হতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে ঘর ছেড়ে। আবার সকলকে ঝুঁকি নিতে হবে। দরকার …