Home স্পোর্টস দাদার সাফ কথা

দাদার সাফ কথা

95
0
SHARE
দাদার সাফ কথা

দিল্লি- বিরাটের হাত ধরেই ভারত প্রথমবার প্রোটিয়াসদের মাটিতে সিরিজ জয় তুলে নেবে সেটা আমি এখন থেকেই নিশ্চিতভাবে বলে দিতে পারি, এমন কথাই জানালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা সিএবির সভাপতি সৌরভ গাঙ্গুলি।

তিনি আরও বলেন, ‘প্রথম দুটি টেস্ট ম্যাচে পরাজিত হওয়ার পর তৃতীয় টেস্ট থেকে যেভাবে ভারতীয় খেলোয়াড়রা কামব্যাক করেছে, এবং একদিনের ম্যাচের সিরিজে নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে, তা দেখে সত্যিই খুব ভালো লাগছে’।

পাশাপাশি সিরিজে বিরাট আপাতত দুটি শতরান করে ফেলেছে এবং একটি ইনিংসে অপরাজিত ৪৬ রান। আপাতত বিরাটের সংগ্রহ তিনটি ম্যাচে ৩১৬ রান এবং ভারতের পক্ষে ছয় ম্যাচের সিরিজে ৩-০।

তিনি আরও বলেন, ‘আমি তো মনে করছি ভারতকে আটকানো প্রোটিয়াসদের কাছে রীতিমত চ্যালেঞ্জ হয়ে যাবে। যদি বিরাটরা প্রোটিয়াসদের হোয়াইট ওয়াশ করে তাহলে খুব একটা হতবাক হব না’।