Home স্পোর্টস এটিকের প্রধান লক্ষ্য দিল্লি ডায়নামোজের বিরুদ্ধে জয়

এটিকের প্রধান লক্ষ্য দিল্লি ডায়নামোজের বিরুদ্ধে জয়

124
0
SHARE
এটিকের প্রধান লক্ষ্য দিল্লি ডায়নামোজের বিরুদ্ধে জয়
ভারতীয় সুপার লিগের খালায় দিল্লি ডায়নামোজ দলটি ঘরের মাঠে এটিকের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইছে। অন্যদিকে এটিকে দলটি এই ম্যাচে জেতার জন্য মরিয়া হয়ে রয়েছে।
এই ম্যাচে অ্যাশলের দল প্রথমদিকে ভালো পারফরম্যান্স করলেও লিগের শেষের ম্যাচগুলিতে সেভাবে সাফল্য আনতে পারেনি। তাই এটিকের খালোয়াড়দের একটাই লক্ষ্য লিগ টেবিলে ভালো অবস্থান রেখে বিদায় নেওয়া।
অন্যদিকে দিল্লি ডায়নামোজ দলটি গত ম্যাচে এফসি গোয়ার সঙ্গে মুখোমুখি হয়েছিল। ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হওয়ায় দিল্লি দলটি একটি স্থান উপরে উঠে এসেছে।
তবে এই ম্যাচে এটিকের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নিতে চায় দলের খেলোয়াড়রা। কোচ মিগুয়েল অ্যাঞ্জেল জানিয়েছেন, এটা ঠিকই দল ভালো পজিশানে নেই।
কিন্তু বাকি ম্যাচ গুলোতে সেরা পারফরমেন্স উপহার দিতে চার সমর্থকদের। অন্যদিকে এটিকের কোভ অ্যাশলে জানিয়েছেন, দুবারের চ্যাম্পিয়ন এটিকে এই মরশুমে সেমিফাইনালে পৌঁছতে পারবে না।
এটা দলের পক্ষ্রে অত্যন্ত দুর্ভাগ্যজনক। দল গথনের দুর্বলতা এর জন্য দায়ী হলেও খেলোয়াড়রা শেষের ম্যাচগুলির জন্য খুব পরিশ্রম করছে।