প্রচারে বেরিয়ে মৃত্যু ত্রিপুরার বাম প্রার্থীর

Written by SNS February 13, 2018 12:47 pm

প্রচারে বেরিয়ে মৃত্যু ত্রিপুরার বাম প্রার্থীর

ত্রিপুরা- ত্রিপুরায় নির্বাচনী প্রচারে বেরিয়ে মৃত্যু হল সিপিআই (এম) প্রার্থীর। মৃত রমেন্দ্র নারায়ণ দেববর্মা ত্রিপুরার সিপাহী জেলার চড়িলাম বিধানসভা কেন্দ্রের সিপিআই (এম) প্রার্থী ছিলেন।

গতরাতে দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচারে বেরিয়েছিলেন তিনি। প্রচার চলাকালীনই হঠাৎ অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬৩।

রাতেই রমেন্দ্র নারায়ণ দেববর্মার দেহ নিয়ে আসা হয় দশরথ দেবস্মৃতি ভবনে রাজ্য কমিটির অফিসে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর সফ অন্যান্য নেতা ও সহকর্মীরা।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ‘চড়িলাম বিধানসভা আসনের সিপিআই (এম) প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেববর্মা বুকে ব্যাথা নিয়ে গোবিন্দ বল্লভ পন্থ মেডিকেল কলেজে ভর্তি হন। সন্ধের সময় তিনি প্রয়াত হন’।

নির্বাচন কমিশনের তরফে আরও বলা হয়, আইন অনুযায়ী ওই বিধানসভা কেন্দ্রের আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।