প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প নিয়ে বাংলা সহ চার রাজ্যকে বিঁধলেন জেটলি

প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প নিয়ে বাংলা সহ চার রাজ্যকে বিঁধলেন জেটলি

Written by SNS March 21, 2019 5:22 am

অরুণ জেটলি

দিলি, ২০মার্চ- প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প প্রসঙ্গে অ-বিজেপি রাজ্যগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ সহ বিজেপি শাসিত নয় এমন রাজ্যগুলি অর্থ সাহায্য পেতে পারেন এমন কোনো কৃষকের কথা জানায়নি। ট্যুইটে তাঁর অভিযোগ রাজনৈতিক কারণেই এই সমস্ত অ-বিজেপি রাজ্যগুলি কৃষকদের কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিতে দিচ্ছে না। অন্তর্বর্তীকালীন বাজেটে মোদি সরকার এই প্রকল্পের ঘোষণা করে। বলা হয়, ২ হেক্টরের কম জমি আছে এমন ১২ কোটি কৃষককে বছরে ৬হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে ৭৫ হাজার কোটি টাকার এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রকল্পটি নিয়ে প্রথম থেকেই উৎসাহিত প্রধানমন্ত্রী। ট্যুইট করে তিনি জানান, প্রধান মন্ত্রী কিষাণ সম্মান নিধি কৃষকদের সামনে নতুন দিগন্ত খুলে দেবে। তিনি বলেন, ক্ষমতায় আসার আগে এন ডি এ বলেছিল কৃষকদের দাবিকে অগ্রাধিকার দেওয়া হবে। সে কথা রাখা হল। তাছাড়া এ মাসের ১তারিখ ঘোষণা হওয়া একটি প্রকল্প এত তাড়াতাড়ি যেদিনের আলো দেখছে সেটিও গুরুত্বপূর্ন ব্যাপার বলে মনে করেন প্রধান মন্ত্রী।