Home বঙ্গ চিত্তরঞ্জনে তৈরি হচ্ছে রেলের অত্যাধুনিক ইঞ্জিন

চিত্তরঞ্জনে তৈরি হচ্ছে রেলের অত্যাধুনিক ইঞ্জিন

94
0
SHARE
তার ছিঁড়ে ব্যহত ট্রেন চলাচল

নিজস্ব প্রতিনিধি- চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস তৈরি হচ্ছে অত্যাধুনিক সুবিধাযুক্ত ইঞ্জিনসহ একাধিক স্বাচ্ছন্দ্যের বিষয়।

উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে তৈরি হচ্ছে অত্যাধুনিক রেলের ইঞ্জিন, চালকদের ওপর নজরদারি বাড়াতে পণ্যবাহী ও যাত্রিবাহী ট্রেনের ইঞ্জিনে বসানো হচ্ছে ভয়েস রেকর্ডার ও ভিডিও রেকর্ডার যুক্ত ক্যামেরা।

দুর্ঘটনার সংখ্যা কমাতে এধরনের নতন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। নতুন এই ব্যবস্থার জেরে বর্তমানে যে দুর্ঘটনার সংখ্যা বহু কমবে বলে জানিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

মালগাড়ির মাধ্যমে বর্তমানে যে পরিমাণ পন্য পরিবহণ করা হয়, তার পরিমাপ বৃদ্ধি করতে চালু হচ্ছে ওয়ারলেস সিস্টেম। সূত্র মারফৎ জানা গেছে, একটি মালগাড়ি ৫০-৬০টি ওয়াগন নিয়ে যেতে সক্ষম।

এই নতুন সিস্টেম চালু হলে একজন চালক দুটি ইঞ্জিন চালাতে সক্ষম হবেন এবং ওয়াগনের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০০টি। শুধু তাই নয়, এই আধুনিকীকরণের পাশাপাশি মাথায় রেখে চালকদের সুবিধের জন্য থাকছে বায়ো টয়লেট।

এছাড়াও দুর্ঘটনা এড়াতে ইঞ্জিনে নতুন ও উন্নত সিগন্যালিং ব্যবস্থা করা হচ্ছে। আগে সেরকম পতাকা নেড়ে সিগন্যাল দেওয়া হত তা এবার থেকে আলো জ্বালিয়েই দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।